Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কমলাপুর পিটিআই
বিস্তারিত

একনজরে কমলাপুর পিটিআই,চুয়াডাঙ্গা- এর ভৌত সুবিধাদি;

 

 

০১

জমির পরিমান:

৮.৫৫ একর

০২

ভবন সংখ্যা

৯টি(২টিপুরাতন টিনসেডসহ)

০৩

খেলার মাঠের পরিমান

৫০.২০ শতাংশ

০৪

বাস ভবন(সুপার কোয়াটার)

১টি,কক্ষ সংখ্যা ৫৪টি

০৫

ছাত্রাবাস

১টি,কক্ষ সংখ্যা:২৫টি

০৬

ছাত্রীবাস

২টি,কক্ষ সংখ্যা:৫৪টি

০৭

পরীক্ষণ বিদ্যালয়

১টি,কক্ষ সংখ্যা:০৬টি

০৮

লাইব্রেরী

১টি কক্ষ

০৯

একাডেমি ভবন

১টি,কক্ষ সংখ্যা:০৩টি

১০

পাঠাগার

১টি বইয়ের সংখ্যা:

১১

মোট বৃক্ষের সংখ্যা

৫৭৫

১৩

স্থাপিত

 

১৯৫৩সন

 

 

 

 

 

 

                                          ভূমিকা

      একসময়ের জিটি স্কুলে ও প্রাথমিক শিক্ষক কেন্দ্রগুলো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসাবে সমাজের পরি পূর্ণ চাহিদা  পুরনের যুগোপযোগী না হওয়ার প্রেক্ষিতে পুর্ববঙ্গ শিক্ষা ব্যবস্থা পূর্নগঠন  কামিটি ১৯৪৫ এর সুপারিশ অনুযায়ী  ঐ সময়ের বিবর্তনে এ সকল স্কুলে উঠিয়ে দিয়ে তদস্থলে  প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট [পিটিআই] স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়। তারই ধারাবাহিকতায়  ১৯৫৩খ্রি: সালে বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বটিয়া পাড়ার  নিবাসী মো:সাহাদত হোসেন জোয়ার্দ্দার এর পরামর্শ ও সহযোগীতায় বোয়লমারী গ্রামের আব্দুল জব্বার খান জমিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম এবং তাদের কিছু জমি সরকার কর্তৃক অধিগ্রহনকরে তদ্বীয় জমিতে ১৭টি জেলার মধ্যে প্রতিষ্ঠিত হয় বর্তমানে চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার কমলাপুর পিটিআই।প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কাজে দক্ষতা বৃদ্ধি, কোমলমতি শিশুদের পাঠদানের কলাকৌশল,শিশুদের মনের ভাব উপলব্ধি করে পাঠদান দেয়া,উপকরণ ব্যবহার,তাত্ত্বিক ও দর্শনগত দিক থেকে শিশুদের প্রথম লেখাপড়া ও জ্ঞান অর্জনের জন্য হাতে কড়ি দেয়ার শিখন হিসবে দেশ ও সমাজে যোগ্য ও দক্ষ শিক্ষক তৈরীর নিমিত্তে পিটিআই এর প্রশিক্ষণ,চাকুরি পূর্ব প্রমিক্ষণ দেয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে ১২ মাসের অর্থৎ একবছরের এ প্রশিক্ষণকে চাকুরিকালীন প্রশিক্ষণ বলা হয়। কমলাপুর পিটিআই ,চুয়াডাঙ্গা ১৯৫৩ খ্রি: প্রতিষ্ঠাত হওয়া থেকে দক্ষতা ও সুনামের সাথে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শিক্ষকদের স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণসহ প্রাথমিক বিভিন্ন শিক্ষা বিষয়ক সেমিনার,বর্তমান সরকারের ডিজিটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্র পিটিআইতে আইসিটি ল্যাবে শিক্ষকদের কম্পিউটারসহ বিভিন্ন দেশের প্রাথমিক শিক্ষা বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট প্রশিক্ষণ ও প্রাথমিক শিক্ষক বিষয়ক  (প্রাক্-প্রাথমিক)প্রাশিক্ষণ এবং সিম্পোজিয়াম মত বিনিময় সভার  আয়োজন ছাড়াও প্রাথমিক শিক্ষ সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ন গবেষণাপত্র প্রকাশ করে অগ্রণী ভূমিকা পালন করছে। কমলাপুর  পিটিআইয়ের নিয়ন্ত্রণাধীন ০৪(চার) উপজেলা রিসোর্স সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।এই ইউআরসিগুলি প্রাথমিক শিক্ষা অবকাঠামোর নবতর সংযোজন । অত্র ইউআরসি সমূহ বর্তমানে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষনসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) বিদ্যারয় ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ (এসএমটি) এবং প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। ইহাছাড়াও পিটিআইয়ের অধীনে ০১ (এক) টি পরীক্ষণ বিদ্যালয় রয়েছে। কমলাপুর পিটিআই,চুয়াডাঙ্গা এবং এরই নিয়ন্ত্রণাধীন সকল উপজেলা রিসোর্স সেন্টার বলে বহুমুখি প্রশিক্ষণ ও দাপ্তারিক কাযক্রম সফরতার সাথে নির্ধারিত সময়ে সম্পাদন হচ্ছে। যাহার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উত্তোরোত্তর বৃদ্ধিতে অত্র পিটিআই অগ্রণী  ভূমিকা পালন করে যাচ্ছে। পরিশেষে আমি অত্র প্রতিষ্ঠানসহ এরই নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি।

 

 

                                                                   ( মোল্যা শহীদুজ্জামান )

                                                                       সুপারিনটেনডেন্ট  

                                                             কমলাপুর পিটিআই,চুয়াডাঙ্গা। 

 

কমলাপুর পিটিআই এর জনবল সংক্রান্ত তথ্য

ক্রমিক নং

 

পদের নাম

মঞ্জুরীকত পদ

কর্মরত

শূন্যপদ

সুপারিনটেনডেন্ট

০১

০১

০১

সহ:সুপারিনটেডেন্ট

০১

০১

ইন্সট্রাক্টর

 

 

 

 

সাধারণ

০৮

০২

০৬

 

বিজ্ঞান

০১

০১

নাই

 

কৃষি

০১

নাই

০১

 

শারীরিক

০১

০১

 

চারু ও কারুকলা

০১

নাই

০১

ইন্সট্রাক্টর পদে সংযুক্ত শিক্ষক

০৫

০৪

০১

সহকারী লাইব্রেরীন কাম হিসাব ক্যাটালগার

০১

০১

নাই

উচ্চামান সহকারি

কাম হিসাব রক্ষক    

০১

০১

নাই

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার

০২

০২

নাই

এম,এল,এস,এস

 

 

 

 

এম,এল,এস,এস

০১

০১

নাই

 

দপ্তরী

০১

নাই

০১

 

নৈশ প্রহরী

০১

নাই

০১

 

দারোয়ান

০১

নাই

০১

মালী

০১

নাই

০১

১০

সুইপার

০১

০১

নাই

সর্বমোট:

 

২৯টি

১৪টি

১৫টি