সিডিএফ কমিটি
সামাজিক উদ্যোক্তা পরিষদ
বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরাধ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি
জানুয়ারী টু আগষ্ট ২০১৪ সালের মধ্যে গ্রাম আদালতে ওঠা মামলার নামের তালিকা।
জমি সংক্রান্ত মামলার তালিকা |
নারী নির্যাতন মামলার তালিকা |
অন্যান্য কেসের সংখ্যা |
নিস্পত্তি হওয়া মামলার তালিকা |
উচ্চ আদালতে প্রেরিত মামলার সংখ্যা |
৪৩ |
১৩ |
১৯ |
১৪ |
২ |
নোট: অদ্য ২৭/০৮/২০১৪ইং তারিখ পর্যন্ত নারী নির্যাতন বিষয়ে দায়েরকৃত ১৩টি মামলার মধ্যে ৩টি নিস্পত্তি হয়েছে। ১টি মামলায় বাদী বিবাদী তালাক প্রদান করেছে এবং বাকি মামলা চলমান অবস্থায় আছে।
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: স্বামী কর্তৃক নির্যাতন সংক্রান্ত এজাহার।
বাদী, প্রিয়াংকা রানী কর্মকার পিং- প্রহল্লাদ কর্মকার গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। শ্রী সমীর কুমার কর্মকার পিং খীরোদ কুমার কর্মকার গ্রাম: নিজ নান্দোয়ালী (মন্ডলপাড়া) ডাক: উপজেলা: জেলা: |
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার গড়গড়ী গ্রামের বাসিন্দা। উপরোক্ত বিবাদীর সহিত আমার বিগত ০১/০৫/২০১৪ইং তারিখে হিন্দু প্রথায় বিবাহ হয়েছিল। বিবাহের পর আমি চার বার শ্বশুর বাড়িতে গিয়েছি। বৈবাহিত চুক্তিগত সকল লেনদেন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে বিবাদী তার পিতা মাতার প্ররোচনায় আরও যৌতুকের দাবি করে এবং তা আদায়ে আমার উপর শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে নিরুপাই হয়ে গত ১৮/০৭/২০১৪ইং তারিখে আমার ভাই বিবাদীর বাড়িতে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের লক্ষে আমাকে পিত্রালয়ে নিয়ে আসে। আমি বর্তমানে পিত্রালয়ে অবস্থান করছি। কিন্তু বিবাদী অদ্যবধি কোন খোজখবর নেয়নি এমনকি কোন যোগাযোগও করেনি। এমতবস্থায় আমি আপনার আদালতে আশ্রয় নিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি কামনা করছি।
তারিখ: বিনীত নিবেদিকা;
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: সীমানা নির্ধারনী পিলার অপসারণের বিরুদ্ধে অভিযোগ।
বাদী, মোছা: জান্নাতুল ফেরদৌস লিপি মোছা: তানিয়া ফেরদৌস ইতি সর্বপিতা: মৃত: ইদ্রিস আলী গ্রাম: জেহালা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: আনছার মন্ডল পিতা: মৃত: আফছার মন্ডল ২। মো: তাইজেল মন্ডল ৩। মো: আকমান মন্ডল সর্বপিতা: আনছার মন্ডল গ্রাম: জেহালা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের জেহালা গ্রামের অধিবাসী। আমার নিচের তফশিল বর্ণিত জমি বিগত ০৮/০৪/২০১৪ইং তারিখে আপনার ইউপি আমীন দ্বারা পরিমাপ নির্ধারণ করা হয়। জমির মাপের ১ মাস পর ১নং বিবাদীর কুপরামর্শে ২ও ৩নং বিবাদী সীমানা নির্ধারণী পিলার অপসারণ করে। আমরা অত্যন্ত সহজ সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হেতু কোন প্রকার বিরোধ না করে কেন ইউপির প্রতিনিধিগণ ও আমীনের সীমানা নির্ধারণী পিলার অপসারণ করা হল তা আপনার মাধ্যমে জানতে চেয়ে ;আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
তফশিল বর্নীত জমির পরিচয় মৌজা: সোনাতনপুর খতিয়ান: দাগনং: ১৬৭৬/১৬৭৭ আর এস জমির পরিমান: ৩১ শতক তারিখ:২৪/০৮/২০১৪ইং
|
বিনীত নিবেদক |
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জোর পূর্বক জমি দখল প্রসঙ্গে।
বাদী, মো: রেজাউল করিম পিং- অজ্ঞাত গ্রাম: জেহালা বাজার আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো:রেজা আল মামুন পিং-মৃত: আলী রেজা গ্রাম: জেহালা বাজার আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের জেহালা বাজার গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। উক্ত বিবাদী একজন ঠকবাজ প্রতারক ব্যক্তি। উক্ত বিবাদী আমার নিচের তপশিল বর্ণিত জমি বিগত চার বছর যাবত জোর পূর্বক দখল করে আসছে। বিবাদী যতটুকু জমি আমার নিকট পাবে তা আমি পূর্বেই হিস্যা অনুযায়ী বুঝিয়ে দিয়েছি। এমতবস্থায় বিবাদী আমার নিজ নামে জমির দখল ছাড়তে নারাজ। আমি অত্যন্ত সহজ সরল ব্যক্তি হেতু কোন প্রকার বিরোধে না জড়িয়ে আপনার আদালতের মাধ্যমে সমাধান পাওয়ার জন্য আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদক |
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: মজুরীর টাকা না দেওয়া প্রসঙ্গে।
বাদী, মো: আ: মজুদ পিং- মো: মুনসাদ আলী গ্রাম: মাদারহুদা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: হাসেম মিয়া পিং- মো: সিরাজ মিয়া গ্রাম: জেহালা (হাসপাতাল মোড়) আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের জেহালা গ্রামের একজন অধিবাসী। আমি গত তিন বছর আগে বিবাদীর নিকট থেকে দোতলা ঘর তৈরীর কন্ট্রাক বাবদ ৯০ টাকা ফুট হিসেবে ২২৫০ফুট কাজ শেষ করি। কাজের মজুরী হিসেবে ২,০২,৫০০/- (দুই লক্ষ দুই হাজার পাচ শত টাকা) পাওনা হয়। উক্ত বিবাদী আমাকে ১,২৩,৮০০/-(এক লক্ষ তেইশ হাজার টাকা) দেয় এবং ৭৮,৭০০/-(আটাত্তর হাজার সাত শত) টাকা বাকী থাকে। বিগত দুই বছর আগে কাজ শেষ হয়ে গেলেও বিবাদী আমাকে বিভিন্ন অজুহাতে ঘোরাচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিহেতু কোন প্রকার বিরোধ সৃষ্টি না করে আপনার আদালতের আশ্রয় নিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদক |
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জমির কাগজপত্র দেখিয়া জমি মাপিয়া দেওয়া প্রসঙ্গে।
বাদী, ১। মো: মসলেম উদ্দিন ২। আ: ছাত্তার ৩। আক্তার হোসেন পিং- মৃত: গোলাম রসুল ৪। মো: আশারুল ইসলাম ৫। মো: জামিরুল ইসলাম পিং- মৃত; আকবর আলী সর্বগ্রাম: বেতবাড়িয়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: আজিজুল হক পিং- মৃত: আতর গ্রাম: গড়গড়ী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, নিম্ন তফশিল বর্ণিত জমিজমা আমাদের পূর্বাধিকা ইমান আলী ও রসুল সরদারের নামে আংশিক রেকর্ড প্রচলিত আছে। কিন্তুু আমরা অদ্যাবধি সঠিক ভাবে জমির দখল পাই নাই। উভয় পক্ষের কাগজপত্র দেখিয়া জমির সঠিক মাপের মাধ্যমে আমাদের নিজ নিজ হিস্যা বুঝিয়া দেওয়ার জন্য আবেদন করিতেছি।
তপশিল বর্ণিত জমির পরিচয়:
মৌজা: ৮৬নং গোবিন্দপুর
|
আরএস খতিয়ান-১৯৬,৫৫৬,৫৬০ |
দাগ নং- ১০৫৪ মোট জমি; ৯১ শতক এর মধ্যে নালিশী জমি .২৩৭৭ একর |
আরএস খতিয়ান- ১২৭ |
দাগ নং- ১৩৭২, ১৩৭৩, ২৪১৩, ২৫৪৪ মোট জমি-৯৩ শতক |
নালিশীজমি .৩১০৬ একর |
আরএস খতিয়ান-৬৬৭ |
দাগ নং ২৪১৩, ২৫৪৪- মোট জমি ২৪ শতক |
নালিশীজমি-.০৬০০ একর |
আরএস খতিয়ান-১৯৫ |
দাগ নং- ১০৫৭, ০২ |
|
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।
তারিখ: বিনীত নিবেদক
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: আলমডাঙ্গা থানায় মিথ্যা মামলা দায়ের প্রসঙ্গে।
বাদী, মো: বাবলু রহমান পিং- মৃত: আজগার আলী গ্রাম: বড়পুটিমারী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: মিজানুর রহমান পিং- জটা ২। মো: লাল্টু রহমান পিং- মো: মুনছার আলী গ্রাম: বড়পুটিমারী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, উক্ত বিবাদী একজন প্রতারক, ভন্ড ও অসামাজিক ব্যক্তি। উপরোক্ত বিবাদী আমার সহদর চাচাতো ভাই। বিগত ঈদের একদিন আগে আমার চাচাতো ভাইয়ের একটি গরু মো: ইদবার পিং- অজ্ঞাত’র জমির ধান খায়। আমি সেই জমির পার্শ্ববর্তী জমিতে কাজ করছিলাম। মো: ইদবার কার গরুতে ধান খেয়েছে জানতে চাইলে আমি সত্য কথাটি বলি। কিন্তু সত্য কথাটি বলার কারণে আমার চাচাতো ভাই উক্ত বিবাদী বাদী হয়ে আমার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে যে, আমি বিবাদীর গরু ধরে নিয়ে এসে উক্ত মো: ইদবারের ধান ক্ষেতে লাগিয়েছি। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ আমাকে হয়রানি করছে। বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার নিকট আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আপনার সদয় মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদক |
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: বাঁশের ঝাড় দ্বারা ফসল নষ্ট প্রসঙ্গে।
বাদী, মো: আনছার আলী মন্ডল পিং- মৃত: আফছার আলী মন্ডল গ্রাম: রোয়াকুলী কলেজ পাড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। আজিজুল হক ভোলা পিং- মজিবুল হক গ্রাম: রোয়াকুলী কলেজ পাড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পুর্বক বিনীত নিবেদন এই যে, উপরোক্ত বিবাদী একজন স্বার্থপর, অন্যায়কারী ও অসামাজিক ব্যক্তি। আমার নিম্নের তপশিল বর্ণিত বন্দক রাখা সম্পত্তিতে কলাগাছের বাগান করেছি। উপরোক্ত বিবাদী পাশের জমিতে বাঁশ বাগান করেছে। বাঁশ পড়ে কলাবাগানের অর্ধেক গাছের ক্ষতি করেছে। আমি বারংবার বাঁশ কাটার দাগিদ দিলেও কোন গুরুত্ব দিচ্ছে না।। গত ০৪/০৮/২০১৪ইং তারিখে টিপু মেম্বর সরেজমিনে গিয়ে ফসলের ক্ষতি স্বচক্ষে দেখেছেন। উক্ত বিবাদীকে বাঁশ কাটার কথা বললেও তিনি বলছে আমার জমিতে বাঁশ আছে তাতে কি ক্ষতি করছে? বিধায় প্রয়োজনীয় কাগজ পত্র দাখিলের মাধ্যমে সুবিচারের জন্য আপনার নিকট আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদক, |
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জমি ক্রয় করার পরও দখন না দেওয়া প্রসঙ্গে।
মো: মকবুল হোসেন পিং- মো: দাউদ আলী মালিতা গ্রাম: বড়পুটিমারী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, মোছা: লুৎফন নেছা জং- মো: আবুল কালাম গ্রাম: সোহাগমোড়, পো: আলমডাঙ্গা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরোক্ত বিবাদী একজন ঠকবাজ ও অসামাজিক ব্যক্তি। আমি বিগত ১২/০২/২০১৩ ইং তারিখে ৪৪নং সোনাতনাপুর মৌজায় ১৫৩৬ দাগে ২৯ শতক জমির মধ্যে ৯.৯০ শতক জমি ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা টাকায় বিবাদীর নিকট থেকে ক্রয় করি। ক্রয় করার পর জানতে পারি উক্ত দাগে ২৯ জমি মধ্যে মাত্র ১৬ শতক জমি আছে। যা আমীন দ্বারা মাপ করা হয়েছে। আমি বিগত দের বছর পূর্বে জমি ক্রয় করার পরও বিবাদী আমাকে জমি দখল না দিয়ে দিনের পর দিন বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি দিচ্ছে। আমি অত্যন্ত গরিব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিহেতু কোন বিরোধ সৃষ্টি না করে আপনার নিকট ব্যবস্থা গ্রহনে আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মর্জি হয়।
তপশিল বর্ণিত জমির পরিচয়:
মৌজা: সোনাতনপুর
দাগ নং- ১৫৩৬ বিনীত নিবেদক
খতিয়ান নং-আরএস-২৪০
জমির পরিমাণ-৯.৯০
তারিখ:
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: স্বামী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতন প্রসঙ্গে।
বাদী, মোছা: মুক্তা খাতুন পিং- মো: সিরাজুল ইসলাম গ্রাম: রোয়াকুলী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: মোকাদ্দেছ রহমান (আরিফুল) ২। মে: মজিবুল হক (রাজু) ৩। মো: শরিফুল রহমান সর্বপিং- আজিজুল হক আজু ৪। মোছা: মমতাজ খাতুন গ্রাম: হৈদারপুর আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের রোয়াকুলী গ্রামের অধিবাসী। ১নং বিবাদীর সাথে বিগত দু্ই বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহের পর থেকে ২,৩,৪নং বিববাদীর কু-পরামর্শে আমার স্বামী যৌতুক দাবী করে এবং সময় মতো যৌতুক না দিতে পারলে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে। এরই এক পর্যায়ে বিবাহের নয় মাস পরে আমার পিতা হালের গরু এবং বসত ভিটার জমি বিক্রি করে বর্তমান মেম্বরকে জানিয়ে ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা) দিই। এর কিছুদিন পর আবারও টাকা দাবী করলে আমার পিতা দিতে ব্যর্থ হলে আমার স্বামী নেশাগ্রস্থ অবস্থায় আমাকে মারধর করে। যার ফলে আমার মাথা ফেটে যায় এবং কানেও সমস্যা দেখা দিয়েছে। এতকিছুর পরও ধৈর্য ধরে সংসার করে আসছি। একদিন বিবাদীগণ একত্র হয়ে আমাকে গলায় রশি পরিয়ে মেরে ফেলার চেষ্টা করে। কোন রকম প্রাণে বেঁচে আমি পিতার খবর দিলে আমাকে পিতা তার বাড়িতে নিয়ে যায়। বতর্মানে আমি অসহায় অবস্থায় পিতার বাড়িতে আছি। বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আপনার নিকট আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদিকা |
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জোর পূর্বক জমি দখল প্রসঙ্গে।
বাদী, মোছা: জোসনা খাতুন পিং- মো: ফিরোজ আলী গ্রাম: জেহালা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, মো: জামাত আলী পিতা: মো: আবু তালেব গ্রাম: জেহালা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের জেহালা গ্রামের অধিবাসী। বিগত ১৯৭৫ সালে আমার আববা মৃত: মীর দাউদ হোসেন এস, এ ২৭৬ নং দাগে ১ শতক এবং এস,এ ২৭৮ নং দাগে ২ শতক জমি মৃত: হারুন মন্ডল এর কাছ থেকে ৩ শতক জমি ক্রয় করে। তার কিছু দিন পর আমার পিতা মারা যায়। ওয়ারিশ সূত্রে আমি এবং আমার ভাই ঐ জমির মালিক। ২৭৮ নং দাগে আমার দালান বাড়ী এবং ২৭৬ নং দাগ টি এ যাবৎ পড়ে ছিল। আমার ২৭৬ এবং ২৭৮ নং দাগের জমির দলিল থাকার পরও বিবাদী আনুমানিক দেড় বছর পূর্বে জোর পূর্বক ২৭৬ নং দাগে রান্না ঘর ও একটি গোয়াল ঘর নির্মাণ করে। এমনকি আমি যে ২৭৮নং দাগে বাড়ি নির্মাণ করে বসত করি সেটাও এখন বিবাদী ভেঙ্গে দিতে চাই। আমি অত্যন্ত গরিব ও অসহায় ব্যক্তি হেতু কোন উপায়ান্তর না পেয়ে আপনার আদালতের আশ্রয় নিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদিক |
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ,
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: পূণরায় জমির আইল সীমানা নির্ধারন প্রসঙ্গে।
বাদী, ১। মো: মোফাজ্জেল হোসেন গং পিং মৃত: মোহাম্মদ আলী গ্রাম: খুদিয়াখালী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: নুরুল ইসলাম পিং- মৃত: হায়াত আলী ২। মো: আবুজার আলী মৃত: খেদের আলী গ্রাম: খুদিয়াখালী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিগত ১১/০৭/২০১৪ তারিখে বাদী বিবাদীর পক্ষে আপনার ইউনিয়ন আমীন মো: সাইফুল ইসলাম, মো: আমিরুল ইসলাম ইউপি সদস্য ১নং প্রতিনিধি মো: গাজির উদ্দিন পিং- মৃত: নবেদ আলী, ২নং প্রতিনিধি আয়ুব আলী পিং- মৃত: শুকুর আলী সরোজমীনে উপস্থিত থেকে যে সীমানা নির্ধারণ হয় তাহা আরএস রেকর্ড অনুযায়ী না হওয়ার কারণে এই সীমানা নির্ধারণ সম্পূর্ণ ভূল এবং কখনও গ্রহণযোগ্য নয়। বিবাদীর আরএস রেকর্ড অনুযায়ী তাদের সম্পত্তি মেইন রাস্তার সংলগ্ন পশ্চিম পার্শ্বে ৪৬৩ দাগে ৭ শতক এবং ৪৬৭ দাগে ৭ শতক মোট ১৪ শতক বসতবাড়ির জমি। এছাড়াও পূর্ব পার্শ্বে ৪৬৪ দাগে ১ শতক, ৪৬৫ দাগে ২ শতক ও ৪৬৬ দাগে ৩ শতক মোট ৬ শতক। অর্থাৎ ৪৬৩ ও ৪৬৭ দাগে মোট জমি হয় ১৪ শতক, কিন্তু ইউপি আমীন উক্ত দাগে ২০ শতক জমি বিবাদীর পক্ষে নির্ধারণ করে দেয়। এহেন অবস্থার প্রেক্ষিতে ইউপি আমীন কীভাবে এরুপ মনগড়া সীমানা নির্ধারণ করলো তার কারণ দর্শানোসহ পূণরায় উক্ত জমি সঠিকভাবে নির্ধারণ করে দেওয়ার জন্য সবিনয় আবেদন করছি।
অতএব,
মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে আরএস রেকর্ড অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার সমীপে একান্ত প্রার্থনা করিতেছি।
তফশীল বর্ণিত জমির পরিমাণ: মৌজা নং- পূর্বকমলাপুর খতিয়ান নং-আরএস-১৪৬ দাগ নং-৪৬৩,৪৬৪,৪৬৫,৪৬৬,৪৬৭ জমির পরিমাণ-
তারিখ:১৫/৭/২০১৪ |
বিনীত নিবেদক;
(মোফাজ্জেল হোসেন) |
তারিখ: ০৭/০৭/২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ,
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: নারী নির্যাতন প্রসঙ্গে এজাহার।
বাদী, ১। মোছা: আফরোজা খাতুন পিতা: মো: আকছেদ আলী খাঁ গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: রাজু আহম্মেদ (রাজুল) ২। মো:রিপন আহম্মেদ ৩। মোছা: নাছিমা খাতুন সর্বপিং মো: রাজ্জাক বিশ্বাস ৪। মোছা: নুর জাহান জং- মো: রাজ্জাক বিশ্বাস ৫। মো: রাজ্জাক বিশ্বাস পিং- মৃত; রহমান মোল্লা সর্বসাং রাজাপুর, ইউনিয়ন: পাগলাকানা পো: বানিয়াকান্দ থানা+জেলা: ঝিনাইদহ। |
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বাদিনী আপনার ইউনিয়নের গড়গড়ী গ্রামের বাসিন্দা। উপরোক্ত ১নং বিবাদীর সহিত বিগত ১১ বছর পূর্বে ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী আমার বিবাহ হয়েছিল। বিবাহের পর থেকে উপরোক্ত বিবাদীগণ সবাই আমার উপর শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আমি নির্যাতন সইতে না পেরে আমার পিতার বাড়িতে চলে আসি। বর্তমানে আমার ৪ বছরের একটি কন্যা সন্তান আছে। সন্তান হবার পর থেকে আজ পর্যন্ত আমার শ্বশুর কুলের কেও কোন খোজ খবর নেয়নি। আমি মোবাইলের মাধ্যমে উপরোক্ত বিবাদীগণের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে অকথ্য ভাষায় গালাগালিজ করে। আমি কিছুদিন আগে জানতে পারলাম যে, উপরোক্ত ১নং বিবাদী আমার স্বামী আমার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বর্তমানে আমি আমার অসহায় পিতার বাড়িতে আছি। এমতবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার আদালতের আশ্রয় নিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত আলোচনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক;
তারিখ: ০৭/০৭/২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান,
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ,
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: নকল তোলা প্রসঙ্গে।
আবেদনকারী, ১। মো: মিনহাজ উদ্দিন পিং- আজির মোল্লা গ্রাম: সোনাতনপুর আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
|
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের সোনাতনপুর গ্রামের একজন বাসিন্দা। জমিজমা সংক্রান্ত বিষয়ে আপনার ইউনিয়ন গ্রাম আদালতে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। যাহার অভিযোগ নং- । আপনার আদালতের সমনের মাধ্যমে তা জানতে পারি। তাই উক্ত অভিযোগের একটি নকল তোলা প্রয়োজন হেতু আপনার নিকট আবেদন করছি।
অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে অভিযোগ পত্রের একটি নকল দিতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক,
তারিখ: ০৩/০৭/২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জমি কেনা বাবদ টাকা পরিশোধ করার পরও জমি রেজিষ্টারী না করা প্রসঙ্গে।
বাদী, ১। মো: মজিবার রহমান পিং মৃত: কানাই মন্ডল গ্রাম: গড়চাপড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: মালেক রহমান পিতা: মৃত: কানাই মন্ডল গ্রাম: রামচন্দ্রপুর আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের গড়চাপড়া গ্রামের অধিবাসী। উক্ত বিবাদী আমার ছোট ভাই। বিগত আনুমানিক ৬ বছর পূর্বে বিবাবদী তার নিজ নামের নিম্নের তপশীল বর্ণিত জমি বিক্রির কথা বললে আমি কিনতে রাজি হই। জমির মুল্য নির্ধারন হয় ১,০০,০০০/-( এক লক্ষ টাকা)। জমি কেনার জন্য আমি হালের গরু, গহনা এবং বসত ভিটার জমি অর্ধেকেরও কম মূল্যে বিক্রয় করে মো: হায়দার পিতা: অজ্ঞাত মাধ্যমে ৫১,০০০/-(একান্ন হাজার টাকা) মুনছারের মাধ্যমে ৩০,০০০/-(ত্রিশ হাজার টাকা) এবং বিবাদীর জামাই এর মাধ্যমে ২০,০০০/-(বিশ হাজার টাকা) সর্বমোট ১,০১,০০০/-(এক লক্ষ এক হাজার টাকা) পরিশোধ করি। কিন্তু বিগত ৬ বছর পার হয়ে গেলেও বিবাদী জমি রেজিষ্টারী না করে দিয়ে হয়রানী করছে। আমি অত্যন্ত গরীব ও আইনের প্রতিশ্রদ্ধাশীল ব্যক্তি হেতু কোন প্রকার বিরোধ সৃষ্টি না করে আপনার আদালতের আশ্রয় নিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আপনার মর্জি হয়।
তপশীল বর্ণিত জমির পরিচয়:
মৌজা: বেলগাছি
খতিয়ান নং- ২৬৬২,
দাগ নং-১০৬,৮১৯
জমির পরিমাণ-১৭ কাঠা
বিনীত নিবেদক
তারিখ: ০১/০৭/২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: ক্রয়কৃত জমি দখল প্রসঙ্গে এজাহার।
বাদী, ১। মো: জিনারুল ইসলাম পিং- মো: নজরুল ইসলাম গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মোছা: রোকেয়া খাতুন জং- মো: শুকনাল মৃধা গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নে হাজির হয়ে বিবাদী নামে অভিযোগ দায়ের করছি যে, উপরোক্ত বিবাদী একজন মিথ্যাবাদী, প্রতারক ও অসামাজিক ব্যক্তি। আমার পিতা বিবাদীর কাছে থেকে ২৪/০৬/২০১২ ইং তারিখে গড়গড়ী মৌজায় ৮৮২নং দাগে ১.৯৭ শতক জমি ক্রয় করে। আমার পিতা উক্ত তারিখে জমি ক্রয় করলেও বিবাদীর অনুরোধে বিবাদীর দেওয়া নিদিষ্ট তারিখ পর্যন্ত দখল স্বত্ত্ব গ্রহণ করেনি। কিন্তু দখল করার নিদিষ্ট তারিখ বহুপূর্বে পার হয়ে গেলেও আজ অবধি জমি দখল দিচ্ছে না। বরং বিভিন্ন তালবাহানা করছে। আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল ব্যক্তি হেতু জোরপূর্বক ক্রয়কৃত জমি দখল করছি না। এমনকি কোন প্রকার বিরোধ সৃষ্টি করে জমি দখল করতে চাচ্ছি না। বিধায় আপনার মাধ্যমে আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার নিকট আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক আমার ক্রয়কৃত জমির দখলস্বত্ত্ব পাইবার ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক;
(মো: জিনারুল ইসলাম)
তারিখ: ০১/০৭/২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জমিজমা সংক্রান্ত বিষয়ে এজাহার।
বাদী, ১। মো: আব্দুল মতি পিতা: মৃত: কুদ্দুস মিয়া গ্রাম: জেহালা বাজার আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মোছা: ডলি খাতুন জং- মো: ভাদু চৌধুরী ২। মো: ভাদু চৌধুরী পিং- অজ্ঞাত গ্রাম: গড়চাপড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের জেহালা বাজারের অধিবাসী। উপরোক্ত ১নং বিবাদী আমার শাশুড়ি এবং ২নং বিবাদী আমার শ্বশুর। গত আনুমানিক ৩ বছর ৬ মাস পূর্বে আমার শ্বশুরের চিকিৎসার জন্য আমি নগদ ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা দিই। আমাকে পর্যায়ক্রমে ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা পরিশোধ করে। এবং ১৭,০০০/- (সতের হাজার) টাকা এখনও আমি তাদের কাছে পাই। আমার স্ত্রীর মাধ্যমে বাকী ১৭,০০০/- টাকা চাইলে ১নং ও ২নং বিবাদীর কু-পরামর্শে আমার বাড়িতে কিছু ভাড়াটিয়া মাস্তান পাঠিয়ে আমার এবং আমার মাকে জখম করে বাড়িতে রাখা ১,২০,০০০/-(একলক্ষ বিশ হাজার ) টাকা এবং ১ ভরি ৮ আনা ওজনের সোনার গহনা নিয়ে সন্ত্রাসীদের সহযোগিতায় আমার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হয়। এতকিছুর পরও আমি আমার সন্তানের সাথে দেখা করতে তাদের বাড়িতে গেলে তারা বিক্ষিপ্ত ভাবে আমাকে গালিগালাজ করে এবং মারমুখি আচরণ করে। আমি অত্যন্ত গরীব এবং আইনের প্রতিশ্রদ্ধাশীল হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট আকুল আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
বিনীত নিবেদক
তারিখ: ২৬/০৬/২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জমিজমা সংক্রান্ত বিষয়ে এজাহার।
বাদী, ১। মো: তাহাজ্জেল মন্ডল পিং- মৃত; হাবিল মন্ডল গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। শ্রী রবি ঘোষ পিং-মৃত: ফটিক ঘোষ ২। বিমল ঘোষ পিং- জিতেন ঘোষ গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, উপরোক্ত বিবাদীগণ লোভী প্রকৃতির ব্যক্তি। আমি নিম্নের তপশীল বর্ণিত বসত ভিটার জমি বিগত প্রায় ১৯/০২/১৯৮০ইং সন এবং ১৮/০১/১৯৭৭ইং তারিখে আলমডাঙ্গা রেজিষ্টারী অফিস থেকে খোশ কবলা মূলে রেজিষ্টারী করেছি। রেজিষ্টারী পর থেকে এযাবৎ ভোগদখল করছি কিন্তু ১নং বিবাদী বারংবার জমির দাবী করে এবং অন্যত্র বিক্রয়ের জন্য প্রচার করছে। আমি অত্যন্ত গরীব ও অসহায় এবং আইনের প্রতিশ্রদ্ধাশীল ব্যক্তি হেতু কোন প্রকার বিরোধ সৃষ্টি না করে আপনার আদালতের আশ্রয় নিয়েছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
বিনীত নিবেদক,
তারিখ:
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: গভীর পুকর হতে বালি উত্তোলন বন্ধ করা প্রসঙ্গে।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার উপজেলাধীন ৭নং জেহালা ইউনিয়ন পরিষদের অর্ন্তুগত রোয়াকুলী কলেজপাড়া গ্রামের বাসিন্দা। আমাদের বাড়ির নিকটে মো: আবুল কালাম আজাদ (সাবেক নাগদাহ ইউপির চেয়ারম্যান) পিং- অজ্ঞাত, গ্রাম: নাগদাহ ডাকঘর: ঘোলদাড়ি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা এর একটি প্রায় ৪০ ফুট গভীর পুকুর আছে। উক্ত পুকুর থেকে উল্লেখিত ব্যক্তি বিগত প্রায় ১ মাস যাবত বালি উত্তোলন করছে। উক্ত পুকুর থেকে আগামি ১ বছর যাবত বালি উত্তোলনের কাজ হাতে নিয়েছে। যা আমাদের আশেপাশের বসতভিটা, মাঠের চাষের জমি এবং প্রায় ৮০ফুট দুরে রেল লাইন অবস্থিত। এই পুকুর হতে বালি উত্তোলন চলতে থাকলে অচিরেই আমাদের বসতভিটা আবাদি জমি এবং রেল লাইন পুকুর ভাঙ্গনের মধ্যে পড়বে। এমতবস্থায় আমরা সবাই মৌখিকভাবে বালি উত্তোলন বন্ধ করা প্রসঙ্গে অবহিত করলেও তারা আমাদের বিষয়টি তোয়াক্কা না করে বালি উত্তোলন করছে। আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল হওয়ায় আপনার নিকট আবেদন যে অতি দ্রুত বালি উত্তোলন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে বালি উত্তোলন বন্ধ করতে আপনার সদয় মর্জি হয়।
অনুলিপি:
১। রেল কর্তৃপক্ষ
২। চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিনীত নিবেদক,
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: মামলার দিন পরিবর্তনের জন্য আবেদন।
বাদী, ১। শহিদুল ইসলাম পিতা: মৃত: কাটি মন্ডল গ্রাম: গড়চাপড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। আ: রাজ্জাক ২। মো:আনারুল সর্বপিতা: মৃত: মনিরদ্দিন ৩। গোলাম নবী পিতা: মৃত: সোনাউল্লা গ্রাম: গড়চাপড়া চুয়াডাঙ্গা।
|
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বিবাদী মো: গোলাম নবী পিং-মৃত: সোনাউল্লা গ্রাম: গড়চাপড়া আপনার ইউনিয়নে হাজির হয়ে আবেদন করছি যে, উপরোক্ত বিবাদী জমিজমা সংক্রান্ত বিষয়ে আমার বিরুদ্ধে আপনার আদালতে মামলা দায়ের করেছে। উক্ত মামলার আজকে ধার্য্যকৃত দিন ছিল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পারাই আজকের ধার্য্যকৃত দিনটি আগামি মাসের ১০ তারিখ পূণরায় ধার্য্য করার জন্য আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
তারিখ :
|
বিনীত নিবেদক
( মো: গোলাম নবী) পিং- সোনাউল্লা গ্রাম: গড়চাপড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: জোর পূর্বক জমি দখল প্রসঙ্গে।
বাদী, ১। শহিদুল ইসলাম পিতা: মৃত: কাটি মন্ডল গ্রাম: গড়চাপড়া আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। আ: রাজ্জাক ২। মো:আনারুল সর্বপিতা: মৃত: মনিরদ্দিন ৩। গোলাম নবী পিতা: মৃত: সোনাউল্লা গ্রাম: গড়চাপড়া চুয়াডাঙ্গা।
|
Rbve,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের গড়চাপড়া গ্রামের অধিবাসী। গত ১৯৫১ সালে আমার আববা ও চার চাচা মোট পাঁচ ভাই ১৯৭ নং দাগে ১৯ শতক এবং ২৭০ দাগে ৬৯ শতক মোট দুই দাগে ৭৮ শতক জমি মৃত: কুড়োন মন্ডল, পিতা: মৃত: নবু মন্ডলের কাছ থেকে ক্রয় করে। বিবাদীগণ মোট জমি জোর পূর্বক দখল করে এবং উচ্চ আদালতে আমার নামে মামলা করে। বিবাদীগণের নিকট প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উচ্চ আদালতে আমার পক্ষে রায় দেয়। কিন্তু উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বিবাদীগণ আমাদের ক্রয়কৃত জমি ছাড়তে অস্বীকৃতি জানায়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করছি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
তফশীল বর্ণিত জমির পরিমাণ:
মৌজা: বিনীত নিবেদক
খতিয়ান নং-
দাগ নং-
জমির পরিমাণ:
তারিখ:
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: স্বামী কতৃক শারীরিক নির্যাতন প্রসঙ্গে।
বাদী, ১। মোছা: আকলিমা খাতুন স্বামী- মো: ময়নাল হক গ্রাম: খুদিয়াখালী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
বিবাদী, ১। মো: মইনাল হক ২। মো: আইজাল হক ৩। মো: ফজলু হক ৪। মো: আয়নাল হক সর্বপিং-মৃত: রমজান হক গ্রাম:খুদিয়াখালী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
সবিনয় নিবেদন এইযে, আমি আপনার ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের অধিবাসী। আমার স্বামী একজন অসামাজিক নেশাখোর ব্যাক্তি। আমি দীর্ঘদিন স্বামীর সাথে সংসার করলেও আমার স্বামী সংসারের কোন খোজ খবর রাখেনা। আমি অন্যের দ্বারে দ্বারে কাজ করে কোন রকমে না খেয়ে আমার দুই সন্তানকে লালন পালন করে আসছি। কিন্তু ২, ৩ ও ৪নং বিবাদীগণের উস্কানিতে কোন কারণ ছাড়াই আমার স্বামী আমাকে বেধড়কভাবে মারপিট করে। কিন্তু আমি অনেক সহ্য ও ধৈর্য্য ধরে থাকি। এতকিছুর পরও আমি বাড়ি থেকে বাপের বাড়ি না যাওযায় ২নং বিবাদী একটা বাঁশের লাঠি নিয়ে আমার স্বামী কে দিয়েছে আমাকে মারার জন্য। এরই একপর্যায়ে গত ০৮/০৬/২০১৪ই তারিখে দিবাগত রাতে ২, ৩ ও ৪নং বিবাদীগণের পরামর্শে মাদক পান করে ঐ লাঠি দিয়ে কোন কারণ ছাড়াই বেধড়ক মারতে থাকে। আমি কোন রকমে পালিয়ে জীবন রক্ষা করি। বিধায় উল্লেখিত বিবরণের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
তারিখ: বিনীত নিবেদক
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: স্বামী কর্তৃক নির্যাতন প্রসঙ্গে এজাহার।
বাদী, মোছা:শাহিনুর খাতুন পিং- মো: মিজানুর রহমান গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
বিবাদী, ১। মো: হারুন অর রশিদ পিতা: মহাসিন আলী ২। মো: মহাসিন আলী পিতা: মৃত: খেপা মন্ডল গ্রাম: মাদারহুদা উপজেলা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা। |
জনাব,
যথাযথ বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের গড়গড়ী গ্রামের বাসিন্দা। উপরোক্ত ১নং বিবাদী সাথে ইসলামী শরিয়াহ অনুযায়ী ৫ বছর পূর্বে ৬৫,০০০/- (পয়ষট্রি হাজার) টাকা দেনমোহরে বিবাহ হয়েছিল। বিবাহের পর থেকে উপরোক্ত ১নং বিবাদী ২নং বিবাদীর প্ররোচনায় আমাকে অকারণে শারিরীক ও মানুষিকভাবে নির্যাতন করতো। বিবাহের কিছুদিন পার হলে উপরোক্ত ১নং বিবাদী প্রায়ই আমার পিতার কাছ থেকে যৌতুক নিয়ে আসার কথা বলতো। আমার পিতা গবির হেতু টাকা দিতে না পারাই বিভিন্নভাবে নির্যাতন করতো। উপরোক্ত ১নং বিবাদী আমাকে তালাক দিবে বলে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শণ করছে। আমি বিগত প্রায় ১ বছর যাবত পিতার বাড়িতে অবস্থান করছি। বর্তমানে আমার একটি পুত্র সন্তান আছে। বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদিকা |
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়: স্বামী কর্তৃক নির্যাতন প্রসঙ্গে এজাহার।
বাদী, ১। মোছা: জোসনা খাতুন পিং- মো: নূর উদ্দিন শেখ গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
বিবাদী, ১। মো: আবু হোসেন দুদু ২। মো: আব্দুস সামাদ (ডাক্টার) পিং- মো: শীতল মল্লিক ৩। মো: শীতল মল্লিক পিং- মৃত: শের আলী মল্লিক ৪। মোছা: মহিমা খাতুন পিং- মো: ইছাহক সর্বগ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূবক বিনীত নিবেদন এই যে, আমি বাদী মোছা: জোসনা খাতুন আপনার ইউনিয়ন পরিষদে হাজির হয়ে উপরোক্ত বিবাদীগণের নামে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত ১নং বিবাদীর সহিত বিগত ৪ বছর পূর্বে ইসলামী শরিয়া অনুযায়ী আমার বিবাহ হয়। বিয়ের ২ বৎসর পর আমার একটি কন্যা সন্তান হয়। সন্তান হবার পর আজ অবধি সে কোন দিন দেখতে যায়নি। আমার বিয়ের ৩ বৎসর পর আমার অনুমতি ছাড়াই পূনরায় প্রেমের সম্পর্ক করে ৪নং বিবাদীর সহিত বিবাহ করে। বিয়ের পর ২য় স্ত্রী মাধ্যমে উপরোক্ত ১নং বিবাদীর প্ররোচনায় বিভিন্ন সময়ে অকথ্য ভাষায় গালাগালিজ ও হুমকি ধামকি প্রদর্শন করে। আমার স্বামী আজ পর্যন্ত আমার কোন খোজ খবর নেয় না এমনকি আমার কোন ভরণপোষনের টাকা ও দেয়না। আমি আমার স্বামীর ২য় বিয়ের পর থেকে আজ পর্যন্ত পিতার বাড়িতে অবস্থান করছি। উল্লেখ্য যে, আমার পিতা আমার সুখের জন্য বিয়ের কিছুদিন পরেই নগত ৮০,০০০/- (আশি হাজার টাকা) উপরোক্ত ১নং বিবাদীকে দেয়। বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদিকা |
বরাবর,
চেয়ারম্যান
৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়:নির্যাতন প্রসঙ্গে এজাহার।
বাদী, ১। মোছা: ফারজানা খাতুন পিং- আজম আলী গ্রাম: গড়গড়ী আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
|
বিবাদী, ১। মো: রমজান আলী ২। মো: হায়দার আলী পিং মৃত: শমসের মন্ডল ৩। মোছা: তাসলিমা খাতুন জং- হায়দার আলী সর্বসাং-ভোলারদাড়ী পো: ঘোলদাড়ি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। |
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি বাদী মোছা: ফারজানা খাতুন আপনার ইউনিয়নের অর্ন্তগত গড়গড়ী গ্রামের বাসিন্দা। উপরোক্ত বিবাদীগণ যৌতুকলোভী ও প্রতারক ব্যক্তি। উপরোক্ত ১নং বিবাদী সহিত বিগত ৫ বছর পূর্বে ইসলামী শরিয়াহ অনুযায়ী আমার বিবাহ হয়েছিল। বিবাহের দির্ঘ ২ বছর পর জানতে পারলাম যে, উপরোক্ত ৩নং বিবাদীর সহিত আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। আমি আমার স্বামীকে বহুবার সংশোধন হবার কথা জানিয়েছি কিন্তু তিনি আমার কোন কথার কর্ণপাত করেনি। ২নং বিবাদী সকল ঘটনা জানা সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করে না বরং তার প্ররোচণায় আমার স্বামী আরো অবৈধ কাজ করতো। আমার স্বামী তার ভূল বুঝতে পারবে বলে আমি অনেক ধৈর্য্য ধরেছি কিন্তু আজ অবধি সে কোন পরিবর্তন হয়নি। বর্তমানে আমার একটি আড়াই বৎসরের পুত্র সন্তান আছে। বিগত ৬/৭ মাস পূর্বে আমার স্বামী যৌতুকের দাবিতে আমাকে মারধর করে। এছাড়াও পূর্বে আমাকে অযথা অকারণে বহুবার মারধর করেছে। আমি চিকিৎসার জন্য পিতার বাড়িতে আসলে আজ পর্যন্ত আমার স্বামী কোন খোজ খবর নেয়নি। এমতবস্থায় উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
তারিখ: |
বিনীত নিবেদিকা
|