১। ভূমি উন্নয়ন কর আদায়।
২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।
৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।
৪। নামজারীর প্রস্তাব দেয়া।
৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।
ইউনিয়ন ভূমি অফিসের প্রধান কার্যাবলিঃ
. হাল ও বকেয়া ভূমি উন্নয়ন কর নির্ধারন ও আদায় করা।
. ভূমি উন্নয়ন কর ও আদায়ের হিসাব সংরক্ষন এবং আদায়কৃত ভূমি উন্নয়ন কর যথাসময়ে সরকারী কোষাগারে জমা প্রদান।
. উন্নয়ন করের মো্ট দাবী ও মোট আদায় এর বিবরণী সংরক্ষন করা।
. বার্ষিক ষান্মাষিক,মাসিক ও পাক্ষিক রির্টানসমূহ প্রস্তুতও দলিলকরণ।
. বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্য সার্টিফিকেট প্রস্তুত (রিকুইজিশন) ও দলিলকরণ।
. খাস জমির হিসা সংরক্ষন ও সরকারী দখল নিশ্চিত করণ।
. বন্দোবস্তযোগ্য খাস জমির বিবরণ উপজেলা ভূমি অফিসে প্রেরণ।
. জমা খারিজ, একত্রীকরণ ও নামপত্তন মোকদ্দমার তদন্ত সম্পন্নকরণ ও য্থাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলকরণ।
. নামপত্তন, জমা খারিজ ও একত্রীকরণ মোকদ্দমার আদেশ বুনিয়াদে রেজিষ্টার-২ ও রেজি-১ এ সংশোধন করণ ও সংশোধনী প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ।
. বিবিধ দাবী আদায়ের হিসাব সংরক্ষন।
. হাট-বাজার জলমহাল ও অন্যান্য সায়রাত মহালে সরকারী স্বার্থের প্রতি লক্ষ্য রাখা, প্রয়োজনে এসব মহাল শেষে সরকারী টোল আদায়করণ ও কোন ফাঁকি দেখা পেলে রিপোর্ট প্রদান করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS